বুধবার, ১২ এপ্রিল ২০১৭
ওয়েস্ট ইন্ডিজের লিগে মিরাজ
Home Page » ক্রিকেট » ওয়েস্ট ইন্ডিজের লিগে মিরাজ
বঙ্গ-নিউজ: ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি আসর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। তাকে দলে নিয়েছে ত্রিনবাগে নাইট রাইডার্স। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সিপিএল কর্তৃপক্ষ।
এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সিপিএল খেলেছেন কেবল সাকিব আল হাসান। সাকিব গত আসরে খেলেছিলেন জ্যামাইকা তালওয়াহসে। এবারও ওই দলেই খেলবেন বিশ্বের সেরা অলরাউন্ডার।
সিপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হজের খেলার কথা ছিলো ত্রিনবাগো নাইট রাইডার্সে। কিন্তু হঠাৎ তিনি জানিয়ে দেন যে, এই মৌসুমে তিনি খেলতে পারবেন না। পরে ত্রিনবাগো কর্তৃপক্ষ মেহেদি হাসান মিরাজকে দলভুক্ত করে।
মিরাজ জানিয়েছেন, ত্রিনবাগের সঙ্গে তার সব ধরনের চুক্তি এরই মধ্যে হয়ে গেছে। আসর শুরুর আগে তিনি দলের সঙ্গে যোগ দিবেন বলে জানিয়েছেন।
ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক বলিউড অভিনেতা শাহরুখ খান। আইপিএলের কলকাতা নাইট রাইডার্সও তার মালিকানাধীন দল। ত্রিনবাগোর দলটি কেনার পর তিনি নাম পাল্টে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মিলিয়ে রাখেন।
বাংলাদেশ সময়: ৮:৩০:৪৬ ৩৩৪ বার পঠিত