বুধবার, ১২ এপ্রিল ২০১৭

রাজবাড়ির পাংশায় গঙ্গা ব্যারেজ হচ্ছে না:প্রধানমন্ত্রী

Home Page » প্রথমপাতা » রাজবাড়ির পাংশায় গঙ্গা ব্যারেজ হচ্ছে না:প্রধানমন্ত্রী
বুধবার, ১২ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয় সমীক্ষা করে রাজবাড়ীর পাংশায় যে গঙ্গা ব্যারেজের নকশা তৈরি করেছে সেটি হচ্ছে না। গঙ্গা ব্যারেজের বদলে উজানে ভারতকে সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে ‘রিজার্ভার’ তৈরি করে শুকনো মৌসুমে ব্যবহারের পানি সংরক্ষণ করতে হবে।’

Sheikh Hasina brifing

ভারত সফর শেষে ১১ এপ্রিল মঙ্গলবার গণভবনে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয় গঙ্গা ব্যারেজ নামে যে ব্যারেজের সমীক্ষা এবং ডিজাইন তৈরি করেছে সেটি সম্পূর্ণ ভুল। আমি সেটি নাকচ করে দিয়েছি। এই ব্যারেজ তিস্তা ব্যারেজের মতো আত্মঘাতি হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পাংশায় মূল নদীর স্রোতের মধ্যে ব্যারেজ দিলে পরে পানি পানি করে কান্না করতে হবে বাংলাদেশকে। পাংশায় যেটা করা হয়েছে সেটি সম্পূর্ণ ভুল পরিকল্পনা। যা বাস্তবায়ন করা ঠিক হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘কিছু মানুষ সবসময় চিন্তা করে কিছু একটা বানিয়ে কমিশন খাবে। আমি ফাইল ফেরত দিয়েছি। ব্যারেজ বা রিজার্ভার যাই হোক না কেন ভারতের সঙ্গে যৌথ প্রক্রিয়ায় হবে। তাহলে খরচও কম হবে।’

পদ্মা ব্যারেজের সম্ভাব্যতা যাচাই বিষয়ক কাজ ২০০৫ সালে শুরুর পর ২০১৩ সালে শেষ হয়। ২০১৪ সালে ভারতকে প্রকল্পটি সারসংক্ষেপ দেয়া হয়। তখনকার পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছিলেন, ‘পদ্মা ব্যারেজ হলে বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯ জেলায় সরবরাহের পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে।

বাংলাদেশ সময়: ৮:১৯:০৫   ৩২২ বার পঠিত