বুধবার, ১২ এপ্রিল ২০১৭

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত মূর্তিটি প্রধানমন্ত্রীরও অপছন্দ

Home Page » প্রথমপাতা » সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত মূর্তিটি প্রধানমন্ত্রীরও অপছন্দ
বুধবার, ১২ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ:  সুপ্রিম কোর্টের সামনে গ্রিকদেবীর মূর্তি স্থাপন করাকে ভাল চোখে দেখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ওই মূর্তি স্থাপনের বিষয়টি পছন্দও করেননি বলে জানিয়েছেন।

Sheikh Hasina bangladesh

নারী রূপী ওই ভাস্কর্যের ডান হাতে নিচের দিকে তাক করা একটি কোষমুক্ত তলোয়ার আর বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়ানো। এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামী সংগঠন ও আলেমরা তা অপসারণের  দাবি জানিয়ে আসছেন। ১১ এপ্রিল মঙ্গলবার রাতে গণভবনে আলেমদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী গ্রিক দেবীর মূর্তি নিয়ে আলোচনাকালে মূর্তিস্থাপন করাকে তিনি পছন্দ করেননি বলে আলেমদের জানিয়েছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী মূর্তি স্থাপনের বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আলেমদের জানান, এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে তিনি আলোচনা চালিয়ে যাবেন। গ্রীকমূর্তির গায়ে শাড়ি পরিয়ে তা আদালতের সামনে বসানোকেও ভাল চোখে দেখেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ভাস্কর মৃণাল হক নির্মিত এই ভাস্কর্যটি স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ৮:০৭:৪১   ২৪১ বার পঠিত