মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭

হান্নান- বিপুলের পরিবারকে চিঠি দিয়ে ডেকেছে কারা কর্তৃপক্ষ

Home Page » জাতীয় » হান্নান- বিপুলের পরিবারকে চিঠি দিয়ে ডেকেছে কারা কর্তৃপক্ষ
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজ:  নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের পরিবারকে চিঠি দিয়ে ডেকেছে কারাগার কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে ফাঁসি কার্যকরের জন্যই মূলত পরিবারের সঙ্গে শেষ দেখা করার সুযোগ দেয়া হচ্ছে এ দুজনকে।

mufti hannan

গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান হান্নান ও বিপুলের পরিবারকে কারাগারে ডেকে পাঠানোর কথা স্বীকার করেছেন।

তিনি আরো জানিয়েছেন, কারাগারে ফাঁসির মঞ্চ ও জল্লাদসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা আছে। সরকারের নির্দেশ এলে যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হতে পারে বলেও জানান তিনি। তবে ফাঁসি কখন কার্যকর হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

২০০৪ সালের মে মাসে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর সিলেটে একটি হামলা হয়। এতে তিনজন মারা যান। আনোয়ার চৌধুরী আহত হন।

এ ঘটনায় করা মামলায় হান্নান ও বিপুলের ফাঁসির আদেশ দেন আদালত। সম্প্রতি ওই রায়ের রিভিউ আবেদন করেন তারা। কিন্তু আদালত তা খারিজ করে দিয়ে আগের রায় বহাল রাখেন। পরে সর্বশেষ সুযোগে, অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করেন তারা। কিন্তু রাষ্ট্রপতি তাদের আবেদন নাকচ করে দেন।

এরপর থেকেই মূলত হান্নান ও তার সহযোগীর ফাঁসির প্রস্তুতি গ্রহণ করা হয়। মুফতি হান্নানের আরেক সহযোগী রিপনের ফাঁসির চিঠিও কারাগারে পাঠানো হয়েছে

বাংলাদেশ সময়: ২০:২৯:৫২   ২৭৯ বার পঠিত