মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
তিস্তার পানি আসবেই, কেউ আটকে রাখতে পারবে না: শেখ হাসিনা
Home Page » জাতীয় » তিস্তার পানি আসবেই, কেউ আটকে রাখতে পারবে না: শেখ হাসিনা
বঙ্গ-নিউজ: ভারত সফরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানি কেউ আটকে রাখতে পারবে না। বাংলাদেশে তিস্তার পানি আসবেই।
চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেন শেখ হাসিনা। তখনই জানানো হয় যে, ভারত সফর নিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় গণভবনে। এটি বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তিস্তার পানি বাংলাদেশে আসবেই। তিস্তার পানি কেউ আটকে রাখতে পারবে না।’
এ সময় প্রধানমন্ত্রী গজলডোবায় ভারতের বাঁধ দেয়ার কথা উল্লেখ করে বলেন, ‘সে সময় যারা ক্ষমতায় ছিলো, তারা কোনো কথা বলেনি।’
উল্লেখ্য, শেখ হাসিনার এবারের ভারত সফরে জনগণের দৃষ্টি ছিলো তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়ার দিকে। কিন্তু এবারও তিস্তা চুক্তি হয়নি। কবে হবে, এ বিষয়েও কোনো অগ্রগতির খবর নেই।
বাংলাদেশ সময়: ২০:১৯:৩১ ২৭১ বার পঠিত