সোমবার, ১০ এপ্রিল ২০১৭
ভারতীয় নাগরিক কূলভূষণকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফাঁসি দিল পাকিস্তান
Home Page » প্রথমপাতা » ভারতীয় নাগরিক কূলভূষণকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ফাঁসি দিল পাকিস্তান
বঙ্গ-নিউজ: পাকিস্তানে ‘গুপ্তচর’ সন্দেহে বন্দি থাকা ভারতীয় নাগরিক কূলভূষণ যাদবকে ফাঁসি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, আজ সোমবার দেশটির সেনাবাহিনীর কোর্টে কূলভূষণকে ফাঁসি দেয়া হয়।
কূলভূষণের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি করাচি ও বালুচিস্তানে গুপ্তচরবৃত্তি করেছিলেন। ২০১৬ সালের ৩ মার্চ কূলভূষণকে দেশটির বালুচিস্তানের মাসকেল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তার ফাঁসির বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান।
জানা গেছে, পাকিস্তানি গোয়েন্দারা কূলভূষণের ফোনে নজরদারি করে তাকে গ্রেপ্তার করে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, কূলভূষণ হুসেন মোবারক নাম বানিয়ে পাকিস্তানে বসবাস করতেন। পরিবারের লোকজনের সঙ্গে মারাঠি ভাষায় কথা বলতেন তিনি। পরে গোয়েন্দারা তার ফোনে আড়ি পেতে পাকিস্তানবিরোধী কাজে সংশ্লিষ্টতা খুঁজে পায়।
ভারতীয় গণমাধ্যম বলছে, কূলভূষণ ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। ভারতীয় বাহিনী থেকে অবসর নেয়ার পরই তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হন। পাকিস্তানে তিনি যান মূলত ব্যবসার কাজেই। ভারতের মুম্বাইয়ের বাসিন্দা তিনি। কূলভূষণের বাবা ভারতের প্রাক্তন এসিপি সুধীর যাদব।
বাংলাদেশ সময়: ২২:৪৩:০০ ৩৭৭ বার পঠিত