সোমবার, ১০ এপ্রিল ২০১৭

প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পেশ

Home Page » প্রথমপাতা » প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পেশ
সোমবার, ১০ এপ্রিল ২০১৭



 

 

 

 

Image result for প্রধান বিচারপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপ্রিম কোর্টের ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন

  •  

     

 

 

 

বঙ্গ-নিউজঃ সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন।

তিনি সাংবাদিকদের বলেন, “প্রধান বিচারপতি এসময় রাষ্ট্রপতিকে প্রতিবেদেনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচার বিভাগের ডিজিটাইজেশন অনস্বীকার্য। পরীক্ষামূলকভাবে সিলেটে ডিজিটাইজেশন কাজ চালু হয়েছে। এর ফলে বিচার কাজ দ্রুত শেষ হচ্ছে’।”

এসকে সিনহা বিচার বিভাগের সকল স্তরে ডিজিটাইজেশন চালু করতে রাষ্ট্রপতির সহযোগিতা চান বলেও প্রেস সচিব জানান।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বিচারবিভাগ হচ্ছে জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। তিনি বিচার বিভাগের কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, বিচারপ্রার্থীরা যাতে দ্রুত বিচার পায়, সে ব্যাপারে সকলকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতি বিচার বিভাগের বিভিন্ন সমস্যার সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৩১   ২৮২ বার পঠিত