সোমবার, ১০ এপ্রিল ২০১৭
যারা বলে দেশ বেঁচে দেয়া হচ্ছে তারা অর্বাচীন - শেখ হাসিনা
Home Page » জাতীয় » যারা বলে দেশ বেঁচে দেয়া হচ্ছে তারা অর্বাচীন - শেখ হাসিনাবঙ্গ-নিউজঃ যারা বলে দেশ বেঁচে দেয়া হচ্ছে তারা অর্বাচীন বলে মন্তব্য করেছেন ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির থিংক ট্যাংক ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয় শেখ হাসিনাকে। সেখানে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি নাকি দেশ বেঁচে দিলাম। কতটুকু কী বিক্রি করলাম আপনারাই জানাবেন। যারা এসব কথা বলেন তারা অর্বাচীন।’
প্রতিবেশী দেশের সঙ্গে কিছু সমস্যা থাকবেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। যেমন, সীমান্ত হাটে সমস্যার সমাধান করেছি, গঙ্গার পানি চুক্তি করেছি। ‘৬৫ সালে যুদ্ধের সময় যেসব যোগাযোগ বন্ধ হয়েছিল তা খুলে দিচ্ছি। বেঁচে গেলাম না নিয়ে গেলাম আপনারাই বলতে পারবেন।
এ সময় তিনি বাংলাদেশের ক্রয় ক্ষমতা বাড়ানো দরকার উল্লেখ করে বলেন, বাজার সম্প্রসারিত হবে। আমাদের ব্যবসায়ী যারা সেটা নিশ্চয় তারা বুঝতে পারবেন।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল শুক্রবার চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ৩৬টি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া ছাড়াও বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন তিনি। ১০ এপ্রিল বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ১৫:৫১:২০ ৩৫৯ বার পঠিত