সোমবার, ১০ এপ্রিল ২০১৭
কবি মতিন উদ্দিন নিজেকে ভাবেন উজবেক কবি
Home Page » বিনোদন » কবি মতিন উদ্দিন নিজেকে ভাবেন উজবেক কবিবঙ্গ-নিউজ ঃ কবি মতিন উদ্দিন নিজেকে ভাবেন উজবেক কবি। নিজেকে তিনি স্বপ্নে আবিষ্কার করেন- জোব্বার মতো পোশাক, লম্বাটে মুখ ও তীক্ষ চোখে। এই মতিনের মধ্যে বাস করে এক অন্য মতিন। দিনে দিনে মতিন হয়ে উঠেন কাল্পনিক উজবেক কবি নদ্দিউ নতিম।গৌহাটির শ্রীমন্ত শংকরাদেব আন্তজার্তিক কলাক্ষেত্রে হুমায়ূন আহামেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে কাল্পনিক এই উজবেক কবি এবং একজন মানসিক প্রতিবন্ধী শিশুর মনোজাগতিক বিশ্লেষণ অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে ঢাকার ম্যাড থেটার। সঙ্গে কলকাতার বিখ্যাত শিল্পী টিনা ঘোষালের দরাজ কণ্ঠে লোকসংগীতে মুগ্ধতা ছড়িয়ে রোববার রাতে শেষ হলো ‘ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সম্মিলন’।
বক্তারা জানালেন, ‘শিল্পীদের কোনো সীমানা নেই। তাদের পরিবার বিশ্বময়। সেই পথ দেখিয়ে গেছেন কালিকা প্রসাদও। আমাদের হাঁটতে হবে বিশ্ব মানবতার পথে। গাইতে হবে মানুষের জয়গান।’
সন্ধ্যায় ঢাকার শ্রুতিঘরের বাচিক শিল্পীরা একক আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় বাংলাদেশের পক্ষে আবৃত্তি শিল্পী হাসান আরিফ অতিথিদের হাতে অকাল প্রয়াত শিল্পী কালিকা প্রসাদের ছবি সম্বলিত স্মারক তুলে দেন।
অকাল প্রয়াত লোকসংগীত শিল্পী কালিকা প্রসাদকে উৎসর্গ করে আসামের ব্যতিক্রম মাসডো এবং ঢাকার শ্রুতিঘর যৌথভাবে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সম্মিলন আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও দুই দিন বাংলাদেশের ১৪ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধি দল আসামের মুখ্যমন্ত্রী শ্রী সরবানন্দ সনোয়াল, রাজ্যপালসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আলোচনায় অংশ নেয়। প্রতিনিধি দলটি কাল আগরতলায় গিয়ে বাংলাদেশ উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৫৭:৫০ ৪১৫ বার পঠিত