সোমবার, ১০ এপ্রিল ২০১৭
পহেলা বৈশাখ উদযাপন-নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই-স্বরাষ্ট্রমন্ত্রী
Home Page » জাতীয় » পহেলা বৈশাখ উদযাপন-নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই-স্বরাষ্ট্রমন্ত্রীবঙ্গ-নিউজঃ পহেলা বৈশাখ উদযাপন নিয়ে নিরাপত্তার ব্যাপারে কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের গোয়েন্দারা অনেক আগে থেকেই মাঠে আছে। এখন পর্যন্ত কোনো থ্রেট কিংবা আশঙ্কা বা আতঙ্কের আভাস আমরা তাদের কাছ থেকে পাইনি। তবে থ্রেট আসুক আর না আসুক নিরাপত্তার ব্যাপারে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গল শোভাযাত্রা উদযাপন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় ভিন্নস্থান থেকে যাতে সংযুক্ত হতে না পারে, যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য যারা শুরু করবেন তারা যাতে সুন্দরভাবে উদ্দীপনা নিয়ে পালন করতে পারেন সেদিকে আমরা খেয়াল রাখছি।’
শোভাযাত্রা শুরুর পর আর কেউ সেখানে ঢুকতে পারবে না জানিয়ে তিনি বলেন, ভেতরে যাতে কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে, নাশকতা করার জন্য যাতে কেউ না ঢুকতে পারে- এজন্যই আমরা বলেছি, সবাই শুরু থেকেই আসবে। মাঝখানে কেউ ঢুকতে পারবে না।
কড়া প্রহরায় উৎসবে ভাটা পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, এটা বাঙালির প্রাণের উৎসব, এই উৎসব সর্বাত্মকভাবে পালিত হবে। এখানে কোনো ধর্মের বালাই নেই, এখানে কোনো বয়সের বালাই নেই। উৎসবে কোনো ভাটা পড়বে না।
বাংলাদেশ সময়: ৯:৩৯:০১ ৩৭৯ বার পঠিত