পহেলা বৈশাখ উদযাপন-নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই-স্বরাষ্ট্রমন্ত্রী

Home Page » জাতীয় » পহেলা বৈশাখ উদযাপন-নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই-স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার, ১০ এপ্রিল ২০১৭



asadujjaman khan kamalবঙ্গ-নিউজঃ পহেলা বৈশাখ উদযাপন নিয়ে নিরাপত্তার ব্যাপারে কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের গোয়েন্দারা অনেক আগে থেকেই মাঠে আছে। এখন পর্যন্ত কোনো থ্রেট কিংবা আশঙ্কা বা আতঙ্কের আভাস আমরা তাদের কাছ থেকে পাইনি। তবে থ্রেট আসুক আর না আসুক নিরাপত্তার ব্যাপারে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।

মঙ্গল শোভাযাত্রা উদযাপন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় ভিন্নস্থান থেকে যাতে সংযুক্ত হতে না পারে, যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য যারা শুরু করবেন তারা যাতে সুন্দরভাবে উদ্দীপনা নিয়ে পালন করতে পারেন সেদিকে আমরা খেয়াল রাখছি।’

শোভাযাত্রা শুরুর পর আর কেউ সেখানে ঢুকতে পারবে না জানিয়ে তিনি বলেন, ভেতরে যাতে কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে, নাশকতা করার জন্য যাতে কেউ না ঢুকতে পারে- এজন্যই আমরা বলেছি, সবাই শুরু থেকেই আসবে। মাঝখানে কেউ ঢুকতে পারবে না।

কড়া প্রহরায় উৎসবে ভাটা পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, এটা বাঙালির প্রাণের উৎসব, এই উৎসব সর্বাত্মকভাবে পালিত হবে। এখানে কোনো ধর্মের বালাই নেই, এখানে কোনো বয়সের বালাই নেই। উৎসবে কোনো ভাটা পড়বে না।

বাংলাদেশ সময়: ৯:৩৯:০১   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ