বঙ্গনিউজঃ গোপালগঞ্জে ট্রাক উল্টে তিন রেনু পোনা ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার রাত দেড়টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলার পঞ্জবপুর গ্রামের দুলাল ব্যাপারী (৫০), একই গ্রামের গিয়াস উদ্দিন (২৮) ও রামাদাসপুর গ্রামের বিল্লাল হোসেন (৩২)।
মুকসুদপুর উপজেলার জলিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহ জামাল জানান, রেনু পোনা ব্যবসায়ীরা ভোলা থেকে ট্রাকে করে চিংড়ির রেনু পোনা নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাটে বিক্রি করেন। শুক্রবার ফকিরহাট থেকে ভোলা ফেরার সময় রাত দেড়টার দিকে তাদের ট্রাকটি গঙ্গারামপুরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রেনু পোনা ব্যাবসায়ী দুলাল ও গিয়াস উদ্দিন মারা যান। আহত ১১ জনকে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেন মারা যান।
নিহতরা চিংড়ির রেনু পোনা ব্যবসায়ী বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। পুলিশ রাত ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ করে। গঙ্গারামপুরে নিহত দুজনের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই শাহ জামাল।
বাংলাদেশ সময়: ১৮:৫৮:৪৯ ৩৯১ বার পঠিত