শনিবার, ৮ এপ্রিল ২০১৭
অধ্যাপক সুমন সাজ্জাদ -এর পুরনো পদ্য ‘পাজেল’
Home Page » সাহিত্য » অধ্যাপক সুমন সাজ্জাদ -এর পুরনো পদ্য ‘পাজেল’
টুকরো টুকরো দৃশ্যের ভাঁজে
গাছগুলো ছিল। নদীটা উধাও।
অগোছালো দিন। পথ বন্ধুর।
রক্তকরবী। কাগজের নাও।
দেখতে দেখতে গোধূলির নাচ,
পাহাড়ের ঢালে দিগন্তশেষ।
‘ক্যাকটাস, তোর ফুটল না ফুল।’
মেঘলাটে মন — আঙিনা বিদেশ।
জানলা-উদাস ঘুমন্ত চাঁদ।
নীরবতা শেখে বুদ্ধের মুখ।
পরাজিত পাখি গ্রহে গ্রহে ওড়ে,
ছড়ানো ডানায় না-ওড়ার সুখ।
ভাঙাচোরা ছবি। খসে পড়া তারা।
উজানে ভাটিতে ব্যথা-টুংটাং।
– ‘পাশ-বালিশ কি বেদনাকে বোঝে?’
– ‘বন্ধু তো তবু…!’ রাত সুনসান।
বন্ধু তো তবু, বন্ধুতা জানে –
তুলোর পুতুল। অলীক আকাশ।
বেদনার পাশে বেদনাকে রাখে,
জংলি বিকেলে ইট-চাপা ঘাস।
রাত সুনসান। জিভে নোনা জল।
ধীরে নিভে জ্বলে আলোজ্বলা চোখ।
ছায়া-ছায়া ঘরে কেউ ফিরে আসে –
ভৌতিক প্রেম, রক্ত-আশোক।
সব কিছু ছিল। সব ঠিক আছে?
কাটা কাটা ছবি। কি দারুণ খেল।
মেলাতে চাইছ? জোড়া দিতে হবে।
জানো তো মানুষ ছড়ানো পাজেল?
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৫৬ ৪০৮ বার পঠিত