শনিবার, ৮ এপ্রিল ২০১৭
আরও এক ব্রাজিলীয়ান তরুণ স্ট্রাইকারকে দলে টানছে বার্সেলোনা
Home Page » বিবিধ » আরও এক ব্রাজিলীয়ান তরুণ স্ট্রাইকারকে দলে টানছে বার্সেলোনাবঙ্গ-নিউজ ঃ ফুটবলবিশ্বের প্রতিভাবান খেলোয়াড়দের দলে ভেরাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জুড়ি নেই। ক্লাবটিতে এই মুহূর্তে খেলছেন তিন সুপারস্টার লিওনেল মেসি, লুইস সুয়ারেস এবং নেইমার। এবার আরও এক ব্রাজিল তারকাকে দলে ভেড়াতে উদ্যোগী হয়েছে জোসেফ বার্তামেউয়ের ক্লাবটি। ব্রাজিলের তরুণ স্ট্রাইকার ভিনিশাস জুনিয়রের জন্য ফ্লেমেঙ্গোর সাথে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা।
২০১৭ সালে অনুর্ধ্ব ১৭ দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন ভিনিশাস। ঐ টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় মনোনীত হন। ইতোমধ্যেই তাকে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সাথে তুলনা করা শুরু হয়েছে। জানা গেছে, এই ব্যাপারে ইতোমধ্যেই ভিনিশাসের বাবার সাথে কথা হয়েছে বলে । ক্যাম্প ন্যুতে ব্রাজিলিয়ান এই তরুণের চুক্তির ব্যাপারে উভয় পক্ষই বেশ আশাবাদী।
যদিও ভিনিশাসকে পাওয়া কাতালানদের জন্য খুব একটা সহজ হবে না। ১৬ বছর বয়সী এই তরুণকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদসহ বেশ কয়েকটি ইউরোপীয়ান এলিট ক্লাব বেশ সতর্ক দৃষ্টি রেখেছে। বার্সাকে তাই বেশ লড়াই করতে হবে এই টিনেজারের জন্য।
বাংলাদেশ সময়: ১৮:৩৮:১৬ ৩৮৭ বার পঠিত