শনিবার, ৮ এপ্রিল ২০১৭
উদ্বোধন হলো মৈত্রি এক্সপ্রেস-২, নিয়মিত চলা নিয়ে ধোঁয়াশা
Home Page » অর্থ ও বানিজ্য » উদ্বোধন হলো মৈত্রি এক্সপ্রেস-২, নিয়মিত চলা নিয়ে ধোঁয়াশা
বঙ্গনিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে উদ্বোধন হলো খুলনা- কলকাতা ট্রেন মৈত্রি এক্সপ্রেস-২। আজ সকাল আটটার পরপর ট্রেনটি খুলনা স্টেশন ছেড়ে যায়। পরে বেনাপোলে এটি উদ্বোধন করা হয়। উদ্বোধন হলেও, মৈত্রি এক্সপ্রেস কবে থেকে নিয়মিত চলবে, তা এখনো পরিস্কার নয়।
বাংলাদেশ রেলওয়ে জানাচ্ছে, ব্রিটিশ শাসনামলে খুলনা- কলকাতা রুটে নিয়মিত ট্রেন চলতো। কিন্তু ১৯৬৫ সালের ভারত- পাকিস্তান যুদ্ধের পর এই রুটে ট্রেন চলা বন্ধ হয়ে যায়। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এ রুটে আবার ট্রেন চললো।
ট্রেনটি খুলনা থেকে ছাড়ার সময় শতশত মানুষ এটি দেখতে এসেছিলো। অনেকে রঙিন কাপড় ও ফুল দিয়ে সাজানো ট্রেনটি পিছনে রেখে সেলফি তুলেন।
জানা গেছে, এই ট্রেনে কোনো যাত্রী ওঠেনি। খুলনার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ট্রেনটি খুলনা ছেড়ে যায়। ট্রেনটি রোববার কলকাতা থেকে খুলনায় ফিরবে বলে জানা গেছে।
মৈত্রি এক্সপ্রেস নিয়ে খুলনার রেলস্টেশনের মাস্টার কাজী আমিরুল ইসলাম জানান, মৈত্রি এক্সপ্রেস-২ পাঁচটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে গঠিত। ট্রেনটি কবে থেকে নিয়মিত চলবে এ প্রসঙ্গে তিনি জানান, তার কাছে এ সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো আসেনি। তিনি জানেন না, কবে থেকে ট্রেনটি নিয়মিত খুলনা- কলকাতা রুটে চলবে।
বাংলাদেশ সময়: ১৫:০৬:৫৫ ৪৯১ বার পঠিত