শনিবার, ৮ এপ্রিল ২০১৭

নয়া দিল্লিতে হাসিনা-মোদির শীর্ষ বৈঠক শেষ

Home Page » প্রথমপাতা » নয়া দিল্লিতে হাসিনা-মোদির শীর্ষ বৈঠক শেষ
শনিবার, ৮ এপ্রিল ২০১৭



নয়া দিল্লিতে হাসিনা-মোদির শীর্ষ বৈঠক এর চিত্র ফলাফল

 

 বঙ্গনিউজঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ এপ্রিল শনিবার দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ বৈঠক করেছেন প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠক শুরুর আগে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দুপুরে বৈঠকে বসবেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে তারা কথা বলবেন।’

 

জানা গেছে, বৈঠকে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতে অন্তত ৩০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। বৈঠকের আগে শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। এর পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এই অভ্যর্থনা জানানোর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক সফর শুরু হয়।

গার্ড অব অনার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া অভ্যর্থনা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। দুপুরে শুরু হওয়া বৈঠকের পরে বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন করা হবে। ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের হিন্দি সংস্করণের হিন্দি অনুবাদ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মধ্যাহ্নভোজের পরে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সেনানিবাসের মানেকশ সেন্টারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা ভারতীয় সশস্ত্র বাহিনীর সাত জন সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেবেন। মুক্তিযুদ্ধ সম্মাননা অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, এবারের সফরেও বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি হবে না। তবে ভারত কবে নাগাদ এই চুক্তি করতে রাজি হবে, তার সময়সীমা নিয়ে ভারতের সাথে আলোচনা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৩০   ৩৮১ বার পঠিত