শনিবার, ৮ এপ্রিল ২০১৭

হিন্দিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী’

Home Page » এক্সক্লুসিভ » হিন্দিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী’
শনিবার, ৮ এপ্রিল ২০১৭



sheikh mujibur rahman

শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। ভারতের তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। এর পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এই অভ্যর্থনা জানানোর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক সফর শুরু হয়।

গার্ড অব অনার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া অভ্যর্থনা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে বেলা সাড়ে ১১টায় হায়দারাবাদ হাউজে বৈঠকে বসেছেন দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তি ও সমঝোতাগুলো স্বাক্ষর হতে পারে। সেখানেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর’ হিন্দি ভাষার সংস্করণের মোড়ক উন্মোচন করা হবে। এরপর বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের যৌথ বিবৃতি দেয়া হবে।

হায়দরাবাদ হাউজে মধ্যাহ্নভোজের পরে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সেনানিবাসের মানেকশ সেন্টারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা ভারতীয় সশস্ত্র বাহিনীর সাত জন সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেবেন। মুক্তিযুদ্ধ সম্মাননা অনুষ্ঠানে নরেন্দ্র মোদির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, এবারের সফরেও বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি হবে না। তবে ভারত কবে নাগাদ এই চুক্তি করতে রাজি হবে, তার সময়সীমা নিয়ে ভারতের সাথে আলোচনা হবে বলে জানা গেছে

বাংলাদেশ সময়: ১৫:০৩:২৮   ৪৩৪ বার পঠিত