বঙ্গনিউজঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে সময়ের প্রয়োজন। এ কারণে সরকার বিকল্প মাধ্যম হিসেবে তাদের নোয়াখালীর ঠেঙ্গারচরে পুনর্বসাণের উদ্যোগ নিয়েছে।এজন্য তাদের সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।’ শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা যাতে দেশে ছড়িয়ে ছিটিয়ে যেতে না পারে সেজন্য কাজ করছে সরকার। বিশেষ করে ক্যাম্পে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড রোধে ২১ জন পুলিশ ও ৪৫ জন আনসার কাজ করছে। এ কারণে প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় মায়া বলেন, ক্যাম্পের বাইরে ও ভিতরে রোহিঙ্গাদের নিয়ে যেসব ‘এনজিও’ কাজ করছে, তাদের বাংলা নয়, বার্মিজ ভাষা ও সংস্কৃতির উপর গুরুত্বারোপ করা উচিত। এজন্য তাদের নিজেদের প্রশিক্ষণ নেওয়ার নির্দেশন দেন মন্ত্রী। এছাড়া ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণের উপরও তিনি গুরুত্বারোপ করেন।
এসময় মন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব মো. শাহ কামাল, মহা পরিচালক রিয়াজুল আহমদ, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমান ও কক্সবাজার শরণার্থী বিষয়ক হাই কমিশনার আবুল কালামসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে মন্ত্রী গতকাল সন্ধ্যায় সড়কপথে কক্সবাজার এসে পৌছেন এবং সকালে উখিয়ার কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৪:৪৯:০৮ ৩৯২ বার পঠিত