শনিবার, ৮ এপ্রিল ২০১৭
সিপিবি: ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ছলচাতুরি নয়
Home Page » এক্সক্লুসিভ » সিপিবি: ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ছলচাতুরি নয়চার দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে যাওয়ার দিনে সে দেশের সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতার নামে ছলচাতুরি না করতে সতর্ক করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার এ আহ্বান জানান দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
সিপিবির এমন অবস্থানের পক্ষে সহমত প্রকাশ করেছে বাসদও। তারা বাংলাদেশ- ভারতের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন এবং তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর এই আলোচিত ভারত সফরে প্রায় তিন ডজন চুক্তি সম্পাদনের কথা রয়েছে। কিন্তু এর মধ্যে তিস্তা চুক্তি নেই বলেই জানা গেছে। সুদীর্ঘ সময় ধরে তিস্তা চুক্তির জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আহ্বান জানানো হলেও ভারত তাতে কোনো সাড়া দেয়নি।
তিস্তা চুক্তির বিষয়ে সরকারের অবস্থানও নড়বড়ে মনে হয়েছে। সরকার কেনো তিস্তা চুক্তি বাদ দিয়ে ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে এমন প্রশ্নও রাখেন সিপিবি সভাপতি।
তিনি বলেন, ‘শোনা যাচ্ছে প্রতিরক্ষা চুক্তি করে ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে হবে। ভারত কি অস্ত্র রপ্তানির যোগ্য? তারাই তো অস্ত্র আমদানি করে। অস্ত্র আমদানি করা একটা দেশ অস্ত্র রপ্তানি করে কিভাবে?’
তিনি এ সময় আরো বলেন, ‘ভারতের কাছ থেকে অস্ত্র কেনা মানে, তাদের পুরোনো অস্ত্র কেনা। তারা পুরোনো অস্ত্র মাটি চাপা নিয়ে টাকার বিনিময়ে তা বাংলাদেশকে দিবে। এটা তাদের মিলিটারিকে শক্তিশালী করার চিন্তা।’
সিপিবি- বাসদের যৌথ সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী কী উদ্দেশ্যে ভারতে গেলেন তা দেশের মানুষ জানে না। পত্রপত্রিকায় পড়েছি, প্রতিরক্ষা চুক্তি নাকি হতে পারে। ভারত তো বাংলাদেশের অঙ্গরাজ্য নয়। প্রতিরক্ষা চুক্তি আমাদের দরকার নেই। আমাদের কেউ আক্রমণ করতে আসেনি। প্রতিরক্ষা চুক্তি ভারতের দরকার।’
উল্লেখ্য, তিনশ সদস্যের বহর নিয়ে শুক্রবার ভারতে গেছেন হাসিনা। এই সফরে কী কী চুক্তি হবে, তার কিছুই প্রকাশ করা হয়নি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সব চুক্তিই প্রকাশ করা হবে। শনিবার প্রধানমন্ত্রী তার সফরের সবচেয়ে ব্যস্ত দিন পারবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০:০৬:৫০ ৪১৬ বার পঠিত