শনিবার, ৮ এপ্রিল ২০১৭
লাখো কন্ঠে ‘বিদ্রোহী’ কবিতায় চুক্তিবদ্ধ বি.এন.সি.সি
Home Page » আজকের সকল পত্রিকা » লাখো কন্ঠে ‘বিদ্রোহী’ কবিতায় চুক্তিবদ্ধ বি.এন.সি.সিবঙ্গ-নিউজঃ
(আতিকুল ইসলাম)
আগামী পহেলা মে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তির উদ্যোগ নিয়েছে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী। এদিকে লাখো কন্ঠে বিদ্রোহী কবিতায় সরাসরি বাঁশরীর সাথে আয়োজক হিসাবে থাকছে বি.এন.সি.সি(বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)। চুক্তিবদ্ধের সময় উপস্থিত ছিলেনঃ
ব্রিগ্রেডিয়ার জেনারেল এস এম ফেরদাউস (এনডিসি,পিএসসি-মহাপরিচালক বি.এন.সি.সি),লে.কর্নেল এস এম সালাহউদ্দিন (রমনা রেজিমেন্ট কমান্ডার)
প্রাক্তন র্নিবাহী পরিচালক ইকরাম আহমেদ (কবি নজরুল ইন্সটিটিউট ),ইঞ্জিনিয়ার ড. খালেকুজ্জামান(সভাপতি -বাঁশরী),শিল্পী রেজাউল হোসেন টিটু (বাংলাদেশ টেলিভিশন),মুসা ইবরাহীম (এভারেস্ট বিজয়ী) এবং বি.এন.সি.সি(বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর)এর ক্যাডেটদের প্রতিনিধি হিসাবে ছিলেন সি.ইউ.ও মু তরিকুল ইসলাম (ক্যাডেট ইন-চার্জ,ঢাকা কলেজ প্লাটুন)
সভায় জানানো হয়, বাংলাদেশের মানুষকে নজরুল চেতনায় উদ্বুদ্ধ করতে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা আবৃত্তির এই আয়োজন। এ আয়োজনে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দৃপ্ত বিদ্রোহী মানসিকতা, অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য আজও বাঙালি মানসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতাটি বিরাজমান। কবিতাটি হীনমন্যতা ও বৈষম্যহীন পৃথিবী গড়তে ব্যক্তি-সমাজ-জাতি তথা বিশ্বমানবকে মাথা উঁচু করে দাঁড়াবার দীক্ষা দেয়। এ ছাড়া আগামী ২০২১ সালে ‘বিদ্রোহী’ কবিতা সৃষ্টির শতবর্ষ উদযাপনের প্রথম ধাপ হিসাবেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন লক্ষাধিক জনগণ উপস্থিত হয়ে সমবেত কণ্ঠে কবিতাটি আবৃত্তি করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। দেশ ও দেশের বাইরের মানুষ টিভি, ফেসবুক ইত্যাদির মাধ্যমে এই অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন।
নজরুলের সৃষ্টিকর্মকে গণমানুষের কাছে পেঁৗছে দিতে বাঁশরী প্রায় আড়াই বছর ধরে প্রতিদিন নজরুলের সমাধিতে পুষ্পাঞ্জলি দিয়ে আসছে।ইতিমধ্যে এই সংগঠনটি সারাদেশে ১৪০০ স্কুল-কলেজে নজরুল-চেতনা বিকাশমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে এবং বর্তমানেও এ কার্যক্রম অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ০:৫৪:০৩ ৭২৩ বার পঠিত