শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
আজাদের পরিবারকে অনুদান দিয়েছে পুলিশ সদর দপ্তর
Home Page » সংবাদ শিরোনাম » আজাদের পরিবারকে অনুদান দিয়েছে পুলিশ সদর দপ্তরবঙ্গ-নিউজঃ সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের সময় বিস্ফোরণে নিহত র্যাবের গোয়েন্দা প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে পুলিশ সদর দপ্তর।
শুক্রবার সকালে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক আজাদের স্ত্রী সুরাইয়া সুলতানার হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন।
এ সময় র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মইনুর রহমানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিলেটে জঙ্গি বিরোধী অভিযানের মধ্যে গত ২৫ মার্চ রাতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আজাদ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পর সেখানকার কোনো চিকিৎসকরা আশা দেখাতে না পারায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
গত ৩১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। ওই ঘটনায় আজাদ ছাড়াও পুলিশের দুই কর্মকর্তা এবং চারজন সাধারণ মানুষের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১:৩৬:১৩ ৩৬৯ বার পঠিত