শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭

তিস্তা চুক্তি কেবলই সময়ের ব্যাপার - ওবায়দুল কাদের

Home Page » প্রথমপাতা » তিস্তা চুক্তি কেবলই সময়ের ব্যাপার - ওবায়দুল কাদের
শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭



it will take time to complete tista agreement says obaydul kader

বঙ্গ-নিউজঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে, ভারতের সঙ্গে তিস্তা চুক্তি কেবলই সময়ের ব্যাপার। গঙ্গা চুক্তি হয়েছে, তিস্তা চুক্তিও হবে। প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার দিন গাজীপুরে সড়ক ও জনপথ বিভাগের এক আয়োজনে এ কথা বলেন ওবায়দুল।

তিনি বলেন, ‘ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে, প্রপাগান্ডা করে প্রতিবেশি হিসেবে ন্যায্য পাওনা পাওয়া যাবে না।’

শেখ হাসিনার এবারের ভারত সফরে প্রায় তিন ডজন চুক্তি সম্পাদনের কথা রয়েছে। যদিও চুক্তিগুলো কী- তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বাংলাদেশ সরকার। কিন্তু তিস্তা চুক্তি এখন না হওয়ার শঙ্কাই বেশি।

ওবায়দুল কাদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি সফরে আছেন। তার সঙ্গে সেখান দেখা করবেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তারা তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করবেন। এ বিষয়ে আলোচনার অগ্রগতি হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশের পাওনা আদায় করতে হবে। তাদের সঙ্গে যুদ্ধ করে, বৈরিতা করে কিছু আদায় করা যাবে না।

বাংলাদেশ সময়: ২১:০৭:৩৩   ৩৪৫ বার পঠিত