শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
এই প্রথম ট্রাম্পের বিরুদ্ধে কথা বলল দায়েশ
Home Page » আজকের সকল পত্রিকা » এই প্রথম ট্রাম্পের বিরুদ্ধে কথা বলল দায়েশ
বঙ্গ-নিউজঃ তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বা আইএসআইএল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছে, আমেরিকা চালাচ্ছে একজন আহাম্মক। এই প্রথম ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বক্তব্য দিল দায়েশ মুসলমানদের ভাবমর্যাদা নষ্ট করতে আমেরিকা ও তার মিত্র দেশগুলোই দায়েশ সৃষ্টি করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। কিন্তু এবার হঠাৎ কেন ট্রাম্পের বিরুদ্ধে দায়েশ কথা বলল তা স্পষ্ট নয়।
দায়েশের মুখপাত্র আবি আল-হাসান আল-মুহাজের বলেছেন, সিরিয়া, ইরাক বা ইসলাম সম্পর্কে জানে না ট্রাম্প এবং একজন আহাম্মক যে আমেরিকা পরিচালনা করছে সে ব্যাপারে কোনো প্রমাণ দেয়ার প্রয়োজন নেই।
পাশাপাশি সারা বিশ্বে মার্কিনীদের ওপর হামলা করা হবে বলেও হুমকি দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। আর এ বিবৃতির মাধ্যমে ট্রাম্প বিষয়ে দীর্ঘ নীরবতা ভেঙেছে দায়েশ। তবে এটাকে লোক দেখানো বিবৃতি হিসেবে মনে করেন অনেকেই। দায়েশ গোষ্ঠীটি আইএস ও আইএসআইএল নামেও পরিচিত।#
বাংলাদেশ সময়: ১০:৩৩:৩৪ ৪৩৬ বার পঠিত