শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
Home Page » এক্সক্লুসিভ » শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশবঙ্গ-নিউজঃ জিতলে আটকানো যাবে সিরিজ হার- আজ মাঠে নামার আগে এই সমীকরণ নিয়েই বেশি কথা হওয়ার কথা ছিলো। হলোও কিছু। কিন্তু আলোচনার মূল কেন্দ্রে থাকলেন মাশরাফি বিন মর্তুজা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি। তাই আজকের ম্যাচটি হয়ে উঠেছিলো ‘মাশরাফির ম্যাচ’।
তো এই ‘মাশরাফির ম্যাচ’টা শেষ হলো বাংলাদেশ উড়িয়ে দিলো শ্রীলঙ্কাকে। ম্যাচ শুরুর আগেই জয়ের একটা আবহ ছড়িয়ে পড়েছিলো বাংলাদেশ দলে। যে কোনো মূল্যে জেতার তাড়না তাড়া করে ফিরছিলো দলের সবাইকে। মাশরাফির জন্য জয় ছিনিয়ে আনার প্রতিজ্ঞা করেছিলেন দলের সবাই।
শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা পূরণ হয়েছে। মাশরাফির ম্যাচটা জিতেছে বাংলাদেশ। সমান্তরালে এড়ানো গেছে লঙ্কানদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের শঙ্কাটাও। এই সফরে কোনো সিরিজ না হেরেই ফিরতে পারছেন মাশরাফিরা।
এই ম্যাচ টস জিতে ব্যাটিং নেন মাশরাফি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের রান তাড়া করার ইতিহাস খুব একটা ভালো নয় বলেই সিদ্ধান্তটা নেন তিনি। দারুণ প্রতিদান দেন দুই ওপেনার। তামিমের ইনজুরির সুযোগ দলে ঢোকা ইমরুল খেলেন দারুণ এক ইনিংস। সৌম্য সরকারও প্রয়োজনীয় সঙ্গ দেন ইমরুলকে। ১০ ওভারে ১০১ রান তুলে ফেলে বাংলাদেশ। সম্ভাবনা তৈরি হয় বড় স্কোরের।
কিন্তু ১০ ওভারের পর, পরের পাঁচ ওভারে আসে মাত্র ৩৫ রান। এ সময় রানের চাকাটা ছিলো খুব ধীর। শেষ পাঁচ ওভারে আসে ৪০ রান। ১৯তম ওভারে গিয়ে অসাধারণ এক হ্যাটট্রিক তুলে নেন লাসিথ মালিঙ্গা। তার হ্যাটট্রিকের দ্বিতীয় শিকার হন মাশরাফি। নিজের শেষ টি-টোয়েন্টি ইনিংসে প্রথম বলেই আউট হয়ে ফিরেন তিনি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সাকিব। ৩৬ রান করেন ইমরুল কায়েস। সৌম্য করেন ৩৪ রান। শ্রীলঙ্কার হয়ে ৩৪ রান খরচায় তিন উইকেট নেন মালিঙ্গা।
জবাব দিতে নেমে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই পাঁচ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। প্রথম দুই উইকেট সাকিব। পরে নিজের প্রথম দুই বলে দুটি উইকেট নেন মোস্তাফিজ। লঙ্কানরা ম্যাচ থেকে ছিটকে যায় তখনই। যেটুকু আনুষ্ঠানিকতা বাকি ছিলো, সেটুকু শেষ করতে করতে লঙ্কানদের ইনিংসে যোগ হয় মোট ১৩১ রান, ১০ উইকেটে। বাংলাদেশ ম্যাচ জিতে যায় ৪৫ রানে। মোস্তাফিজ নেন চার উইকেট। সাকিব শিকার করেন তিনটি। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ বলের ঠিক আগের বলে একটা উইকেট নেন মাশরাফি।
এই ম্যাচে মাশরাফির অধিনায়কত্ব ছিলো দারুণ চমকপ্রদ। অসাধারণভাবে কাজে লেগেছে তার বোলিং পরিবর্তন। যা সমর্থকদের মনে জাগিয়ে দিয়েছে প্রশ্ন- ক্যাপ্টেন, এখনই কি যাওয়ার সময় হয়েছিলো? আর কিছু দিন কি থেকে যাওয়া যেতো না?
ম্যাচের আগের দিন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত বলেছিলেন যে, মাশরাফির জন্য হলেও এই ম্যাচটা বাংলাদেশ জিততে চায়। মোসাদ্দেকের আশাটা পূরণ হয়েছে। তারা জয়ের স্মৃতি নিয়েই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেয়ার সুযোগ করে দিয়েছেন মাশরাফিকে।
বাংলাদেশ সময়: ১:০১:০১ ৪০১ বার পঠিত