বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
নয়াদিল্লির হাসিনা-মোদির বৈঠকে মমতাও থাকবেন
Home Page » আজকের সকল পত্রিকা » নয়াদিল্লির হাসিনা-মোদির বৈঠকে মমতাও থাকবেনবঙ্গ-নিউজঃ বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে বহুল আলোচিত চিস্তা চুক্তিসহ বেশকিছু সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মোদি-হাসিনার গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে আগামী শুক্রবার রাতে রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন। ভারতের বেশ কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সামনের শুক্রবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ভারত যাচ্ছেন। সফরে মমতার সঙ্গে সাক্ষাতের বিষয়ে নানা জল্পনা-কল্পনা ছিল। অবশেষে দেখা হচ্ছে দুই বাংলার প্রভাবশালী দুই নারী নেত্রীর। এই সফরে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর অববাহিকা ব্যবস্থাপনা, গঙ্গা ব্যারাজ প্রকল্পসহ নানা বিষয়ে আলোচনা হবে।
জানা গেছে, শনিবার দিল্লির হায়দারাবাদ হাউসে হাসিনা-মোদির দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানেই উপস্থিত থাকবেন মমতা। সফরের দ্বিতীয় দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা-খুলনা বাস চলাচল উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। এছাড়াও শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির নৈশভোজ আয়োজনেও শেখ হাসিনার সঙ্গে উপস্থিত থাকবেন মমতা।
উল্লেখ্য, চলতি মাসে (৭ থেকে ১০ তারিখ) রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফরে মোদির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের পাশাপাশি দেশটির রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, কংগ্রেস সভানেত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তিগুলো সই হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:৪১:৩২ ৪৫৭ বার পঠিত