বুধবার, ৫ এপ্রিল ২০১৭
সন্দ্বীপে নৌকাডুবি: ১৮ লাশ উদ্ধারের পর অভিযান সমাপ্ত
Home Page » বিবিধ » সন্দ্বীপে নৌকাডুবি: ১৮ লাশ উদ্ধারের পর অভিযান সমাপ্তবঙ্গ-নিউজ ঃ চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় মোট ১৮ জনের লাশ উদ্ধারের পর অভিযান সমাপ্ত করা হয়েছেং সন্দ্বীপে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ১৭
বুধবার বিকালে গুপ্তছড়া ঘাট এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধারের পর অভিযান সমাপ্ত করা হয়েছে জানান সন্দ্বীপের ইউএনও গোলাম জাকারিয়া।
বিকালে উদ্ধার বৃদ্ধের নাম হারুনুর রশিদ (৬৫)। তার লাশ উদ্ধারের মধ্যে দিয়ে তিন দিন আগের ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
ইউএনও গোলাম জাকারিয়া বঙ্গ-নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নৌকাডুবির ঘটনায় আর কোনো নিখোঁজের তথ্য ও দাবি না থাকায় অভিযান সমাপ্ত করা হয়েছে।
রোববার সন্ধ্যায় একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রীসহ ডুবে যায় একটি নৌকা।
ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর তল্লাশিতে সোমবার পর্যন্ত পাঁচজনের লাশ পাওয়া যায়। আর মঙ্গলবার সারাদিনে উদ্ধার করা হয় আরও নয়টি লাশ।
পরে বুধবার ভোরে গুপ্তছড়া ঘাট এলাকা থেকে দুই শিশুসহ আরও তিনজনের লাশ উদ্ধারের পর বিকালে বৃদ্ধ হারুনুর রশিদের লাশ পাওয়ার পর টানা হলো অভিযানের সমাপ্তি।
বাংলাদেশ সময়: ২৩:২৫:১১ ৩৮১ বার পঠিত