বুধবার, ৫ এপ্রিল ২০১৭
একদিনে তিন মেয়র বরখাস্ত স্বাভাবিক ঘটনা: ওবায়দুল কাদের
Home Page » প্রথমপাতা » একদিনে তিন মেয়র বরখাস্ত স্বাভাবিক ঘটনা: ওবায়দুল কাদের
বঙ্গ-নিউজ: একইদিনে তিন মেয়রকে বহিষ্কারের ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম পরিচালনা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, মেয়র বরখাস্তের ঘটনায় ভাবমূর্তি ক্ষুন্ন বা বিব্রত হওয়ার মতো কিছু ঘটেনি। এই ঘটনাকে মন্ত্রণালয়ের নিজস্ব ব্যাপার বলে আখ্যায়িত করে তিনি বলেন, বরখাস্তের ঘটনা প্রধানমন্ত্রী বা হাইকমান্ড জানতেন না।
তিনি বলেন, এসব ঘটনায় বিব্রত বা ভাবমূর্তি ক্ষুন্ন হলে দল কখনোই সামনে এগোবে না, দল পেছনেই থাকবে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মনে করছে তারা সারা দেশ জয় করে ফেলেছে। জয় শুরু হয়েছে নারায়ণগঞ্জ দিয়ে, কুমিল্লা দিয়ে নয়। কুমিল্লায় আমাদের প্রধান লক্ষ্য ছিলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আমরা সেটা করতে পেরেছি।
এ সময় তিনি বলেন, এই সংসদের মেয়াদ ২০১৯ সালের ১২ জানুয়রি পর্যন্ত। এর পূর্ববর্তী অথবা পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এটা সংবিধানেই বলা আছে
বাংলাদেশ সময়: ৮:৫০:৩৭ ৩৫৭ বার পঠিত