বুধবার, ৫ এপ্রিল ২০১৭
বিএনপির দাবি: ভারতের সঙ্গে কি চুক্তি জনগণ আগেই জানতে চায়।
Home Page » জাতীয় » বিএনপির দাবি: ভারতের সঙ্গে কি চুক্তি জনগণ আগেই জানতে চায়।
বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দুই দেশের মধ্যে কী কী চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে সেটা স্বাক্ষর হওয়ার আগেই জনগণকে জানাতে বলছে বিএনপি। দলটি বলছে, ভারতের সঙ্গে কি চুক্তি হচ্ছে সেটা জনগণ আগেই জানতে চায়। এটা জানা জনগণের অধিকার।
গতকাল মঙ্গলবার ভারত সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই ক্ষমতাসীনদের অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট চুক্তি এবং সমঝোতা স্মারকের বিষয়ে জানা এবং মতপ্রকাশ করার অধিকার জনগণের আছে।’
এর আগে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশের স্বার্থবিরোধী কোনো ধরনের চুক্তি স্বাক্ষর করবে না। চুক্তিগুলো হলেই তা জনগণকে জানিয়ে দেয়া হবে। কোন কিছুই গোপন থাকবে না।’
এদিকে ফখরুল বলেন, ‘জনগণকে না জানিয়ে সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, জনস্বার্থ এবং রাষ্ট্রবিরোধী চুক্তি-সমঝোতা স্মারক হলে সেটা জনগণ কখনোই মেনে নেবে না।’ ‘আমরাও প্রতিবেশি দেশটির সঙ্গে সুসম্পর্ক চাই তবে সেটা অবশ্যই দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে’ যোগ করেন বিএনপি মহাসচিব।
এই সময় দুই বছর আগে ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের বিষয়বস্তু দেশবাসীর কাছে স্পষ্ট নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বহুল আলোচিত প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে ফখরুল বলেন, ‘চুক্তিতে কী আছে তা স্বচ্ছ নয়। বিষয়টি নিয়ে আমরা একেবারেই অন্ধকারে। প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়গুলো জনগণের জানার অধিকার আছে।’
উল্লেখ্য, চলতি মাসে (৭ থেকে ১০ তারিখ) রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফরে মোদির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের পাশাপাশি দেশটির রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, কংগ্রেস সভানেত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন দ্বিপক্ষীয় বৈঠকে চুক্তিগুলো সই হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৪২:২৬ ৩৩৫ বার পঠিত