বুধবার, ৫ এপ্রিল ২০১৭
আসন্ন সফরে ভারত-বাংলাদেশ ৩৫টি চুক্তি-স্মারক সই হতে পারে
Home Page » জাতীয় » আসন্ন সফরে ভারত-বাংলাদেশ ৩৫টি চুক্তি-স্মারক সই হতে পারে
বঙ্গ-নিউজ: প্রধান ধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দুই দেশের মধ্যে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এমন সম্ভাবনার কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, ‘স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক অবশ্যই জনগণের সামনে প্রকাশ করা হবে।’ তবে উল্লেখিত ৩৫টির মধ্যে কতগুলো চুক্তি আর কতগুলো সমঝোতা স্মারক সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মন্ত্রী।
প্রতিরক্ষা চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে যা কিছু হবে সবই জনগণকে জানানো হবে। লুকিয়ে কোন চুক্তি বা সমঝোতা স্মারক হবে না। কাজেই অপেক্ষা করুন।’
চলতি মাসের ৭ থেকে ১০ তারিখ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই সফরে মোদির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের পাশাপাশি দেশটির রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, কংগ্রেস সভানেত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা
বাংলাদেশ সময়: ৮:২৮:০০ ২৮৮ বার পঠিত