মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
বৈষম্য-রোকসানা লেইস
Home Page » সাহিত্য » বৈষম্য-রোকসানা লেইস
এত্তটুকু দেশলাই কাঠির সমান
চন্দন কাঠের দাম আকাশ ছোঁয়া!
খুব ইচ্ছে হয়েছিল পাথরে মিহিন ঘষে মাখব মুখে
সারাদিন আবেশ ভরা চন্দন ঘ্রাণে জড়িয়ে থাকব।
অথচ ছূঁতেই পারলাম না, আমার সীমিত সামর্থ্য।
চিতায় তোমাকে পুড়াচ্ছে-
চন্দন কাঠের ঘ্রাণ চারপাশ মৌ মৌ করছে।
এত কাঠ দিয়ে ঢেকে দিল তোমার শরীর।
আমার ঘর ভর্তি আসবাব হয়ে যেত- তা দিয়ে।
ঘর আর পোষাক চন্দনের সুবাসে জড়িয়ে রাখত আমাকে।
অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম।
মূল্যবান সব কাঠ পুড়ে কেমন ছাই হয়ে গেলো।
আমি একটি টুকরোও বাঁচাতে পারলাম না
চিতার আগুন থেকে।
বাংলাদেশ সময়: ২২:৩৬:৫১ ২৮১ বার পঠিত