মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
আঞ্চলিক উপভাষার কবিতা ‘মহালয়ার ভুরবিলা ‘-বিপদতারণ দাস
Home Page » সাহিত্য » আঞ্চলিক উপভাষার কবিতা ‘মহালয়ার ভুরবিলা ‘-বিপদতারণ দাস
আগু যুখন ছুটু ছিলম
ছিলম ভাল ব্যেস –
মহালয়ার আগুর দিনে
সন্ধেবিলায় ঘুঁমিয় দিতম ব্যস ,
ভুরবিলাতে উইটতে হবে
মুনে ফুর্তির নাই শেঁষ lআগুর দিনেই বোম ফাইটছে
ওই দিনটই কান পাতা গো দায়,
ভুরবিলাতে বাবার ডাক -
নুনু উইট ইবার মহালয়াট শুরু হঅবে ,
হুরমুড়িয়ে উইটে পদে চুখে মুখে জল
রেডিওট আঁকড়ে ধ্যরে -
কঁটাঙ করে সুইজট খুইলে -
বাঁড়ায় দিলুম সাউনট
শুরু হঅল মহালয়ার ভুর l
মুনে তুকন ফুর্তি কি গো
রেডিওটই বঅলে দিল শুরু হঅল পুজ,
রেডিওটই বীরেন বাবুর —-
গলার হাঁকট কি ভুইলতে গো পারি ?
ওই হাঁকট না শুনলে —-
মুন হঁঅয় পুজ অন্যেক দ্যেরি !
টিভিট অ্যাল ইবার —
ইকুন হাজার খানা চ্যনেল
হাজার রুকম মহালয়ার ভাঁড় ,
দুগ্গা -অসুর সুবায় চিনা –
সারা বছর নাটক -টাটক করে
মহালয়ার ভুরে উড়া সঙ সাজে ,
কুনটকে ছেঁড়ে কুন দুগ্গাট কে দিখি
রিমটট হাতে নিঁয়ে সুবার মুনরাখি l
আগুই ছিল ভাল –
রেডিওটই বীরেন বাবু
মহালয়ার ভুরে জুরুন দিঁত জানট ,
ওই হাঁকট না শুনল্যে—-
মুনে হঁয়না বটে মহালয়ার ভুরবিলাট ll
বাংলাদেশ সময়: ২২:১৪:১৬ ৩৯০ বার পঠিত