মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭

মানুষের ধর্মযুদ্ধ -বিপদতারণ দাসের কবিতা

Home Page » সাহিত্য » মানুষের ধর্মযুদ্ধ -বিপদতারণ দাসের কবিতা
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭



No automatic alt text available.

রক্ত গুলো রঙ হয়ে আজ
সস্তায় রঙিন স্বপ্ন -কিনছে ,
মাংসরা আজ আবর্জনা হয়ে
ডাসবিনে শুধু গলে- পচছে lমানুষরা সব বন্য হয়ে পণ্য হচ্ছে
বন্যরা আজ মানুষের পরিচয় দিচ্ছে ,
রক্তের হোলি হিংসার বাণে সর্গেরস্বপ্ন
ধর্মের ধ্বজাহাতে মানুষ ধর্মযুদ্ধে মগ্নl

রক্তের কণায় নেই লেখা কোন ধর্ম
মাংসের হৃদপিন্ড মানুষেরই জন্য ,
আল্লা -ভগবান -খ্রীষ্ট মানুষেরই দৃষ্টি
মানুষের -ভেদাভেদ -ভন্ডদের সৃষ্টি ll
—–ভুজুঙ মাঝি

বাংলাদেশ সময়: ২২:০৪:০০   ২৯৫ বার পঠিত