মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭

সন্দ্বীপেঃ নৌকাডুবি আরও ৬ লাশ

Home Page » আজকের সকল পত্রিকা » সন্দ্বীপেঃ নৌকাডুবি আরও ৬ লাশ
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭



sandwipboatcapsize.jpgবঙ্গ-নিউজঃ  চট্টগ্রামের সন্দ্বীপে বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় আরও ছয়টি লাশ পাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এনিয়ে নৌকাডুবির ঘটনায় ১৪টি লাশ উদ্ধার হলো।

সন্দ্বীপে নৌকাডুবি: আরও ৩ লাশ উদ্ধার
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়টি লাশ উদ্ধার করা হয়।

বিকালে যাদের মৃতদেহ উদ্ধার করা হয় তারা হলেন- নিজাম উদ্দিন (৪০), মাসুদুর রহমান (২২), কামরুজ্জামান (৩২), মাঈনুদ্দীন (৩৫), ইউসুফ মাস্টার (৪০) এবং ওসমান মাস্টার (৩৭)।

এর আগে সকালে ঘটনাস্থলের এক কিলোমিটারের মধ্যে সাগরে ভাসমান অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন সন্দ্বীপ থানার ওসি শামসুল আলম।

এরা হলেন- সন্দ্বীপের মুসাপুর গ্রামের হাফেজ উল্লাহ (৫৫) ও কাছিয়াপাড়া গ্রামের মাইনুদ্দিন (৩৫) এবং টেকনাফের বাসিন্দা শামসুল আলমের (৩১) লাশ উদ্ধার করা হয়। এছাড়া একটি লাশের পরিচয় পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যায় একটি সি ট্রাক থেকে যাত্রী নামিয়ে গুপ্তছড়া ঘাটে পৌঁছে দেওয়ার সময় আনুমানিক ৪০ জন যাত্রীসহ স্থানীয়ভাবে ‘লাল বোট’ নামে পরিচিত একটি নৌকা ডুবে যায়।

দুর্ঘটনার পর থেকে সোমবার বিকাল পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:৫৩   ৩০৪ বার পঠিত