মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
আজ প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি, প্রত্যয় শুধু জয়ের
Home Page » আজকের সকল পত্রিকা » আজ প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি, প্রত্যয় শুধু জয়েরআজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা- বাংলাদেশ সিরিজের সর্বশেষ ধাপ। দুই টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সিরিজটি। দুই ম্যাচের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি
টেস্ট ও ওয়ানডে সিরিজ ড্র করার পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য একটাই- জয়। যদিও সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শ্রীলঙ্কাকেই ফেবারিট ঘোষণা করে দিয়েছে। সঙ্গে এও জানিয়ে রেখেছেন যে, ফেবারিট না হলে যে জেতা যাবে না, এমন কোনো কথা তো নেই!
এর আগে উপুল থারাঙ্গা তাদের সাম্প্রতিক টি-টোয়েন্টি সফলতার কথা সামনে এনে বলে রেখেছেন যে, বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সুযোগ এলে রানের পাহাড় গড়ে দিবেন তারা। সেটা হতে পারে অন্তত ১৮০ রান। বাংলাদেশি বোলারদের যেনো প্রচ্ছন্ন এক হুমকিই দিয়ে রেখেছেন লঙ্কান ভারপ্রাপ্ত অধিনায়ক।
মাশরাফির কথায় অবশ্য থারাঙ্গার হুমকিকে পাত্তা দেয়ার কোনো ইঙ্গিত নেই। তিনি বরং দলকে অনুপ্রাণিত রাখছেন ভালো ক্রিকেট খেলার কথা বলে। এ ছাড়া বাংলাদেশ অনুপ্রেরণা নিচ্ছে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরও সিরিজ ড্র করার কীর্তি থেকে।
এ হিসেবে অবশ্য শ্রীলঙ্কার প্রেরণার উৎসও কম নয়। কারণ তারাও তো প্রথম ওয়ানডে হারার পরও সিরিজ ড্র করেছে। এ ছাড়া টি-টোয়েন্টির সাম্প্রতিক সাফল্যের ইতিহাস তো আছেই।
সব মিলিয়ে টি-টোয়েন্টি সিরিজে আশা করা হচ্ছে আরো জমজমাট ক্রিকেট। যেখানে থারাঙ্গা- মালিঙ্গা ও চান্দিমালদের হারিয়ে সিরিজ জয়ের চিন্তা ছাড়া আর কিছুই বাংলাদেশের ভাবনায় নেই। শ্রীলঙ্কাও পরপর দুই সিরিজ ড্র করার পর চাইছে পুরো ট্রফি।
বাংলাদেশ সময়: ১৪:৪০:২৭ ৩৪৩ বার পঠিত