আজ প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি, প্রত্যয় শুধু জয়ের

Home Page » আজকের সকল পত্রিকা » আজ প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি, প্রত্যয় শুধু জয়ের
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭



bangladesh-bowl-first-in-dambulla.jpg

আজ থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা- বাংলাদেশ সিরিজের সর্বশেষ ধাপ। দুই টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে সিরিজটি। দুই ম্যাচের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি

টেস্ট ও ওয়ানডে সিরিজ ড্র করার পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের লক্ষ্য একটাই- জয়। যদিও সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শ্রীলঙ্কাকেই ফেবারিট ঘোষণা করে দিয়েছে। সঙ্গে এও জানিয়ে রেখেছেন যে, ফেবারিট না হলে যে জেতা যাবে না, এমন কোনো কথা তো নেই!

এর আগে উপুল থারাঙ্গা তাদের সাম্প্রতিক টি-টোয়েন্টি সফলতার কথা সামনে এনে বলে রেখেছেন যে, বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সুযোগ এলে রানের পাহাড় গড়ে দিবেন তারা। সেটা হতে পারে অন্তত ১৮০ রান। বাংলাদেশি বোলারদের যেনো প্রচ্ছন্ন এক হুমকিই দিয়ে রেখেছেন লঙ্কান ভারপ্রাপ্ত অধিনায়ক।

মাশরাফির কথায় অবশ্য থারাঙ্গার হুমকিকে পাত্তা দেয়ার কোনো ইঙ্গিত নেই। তিনি বরং দলকে অনুপ্রাণিত রাখছেন ভালো ক্রিকেট খেলার কথা বলে। এ ছাড়া বাংলাদেশ অনুপ্রেরণা নিচ্ছে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরও সিরিজ ড্র করার কীর্তি থেকে।

এ হিসেবে অবশ্য শ্রীলঙ্কার প্রেরণার উৎসও কম নয়। কারণ তারাও তো প্রথম ওয়ানডে হারার পরও সিরিজ ড্র করেছে। এ ছাড়া টি-টোয়েন্টির সাম্প্রতিক সাফল্যের ইতিহাস তো আছেই।

সব মিলিয়ে টি-টোয়েন্টি সিরিজে আশা করা হচ্ছে আরো জমজমাট ক্রিকেট। যেখানে থারাঙ্গা- মালিঙ্গা ও চান্দিমালদের হারিয়ে সিরিজ জয়ের চিন্তা ছাড়া আর কিছুই বাংলাদেশের ভাবনায় নেই। শ্রীলঙ্কাও পরপর দুই সিরিজ ড্র করার পর চাইছে পুরো ট্রফি।

বাংলাদেশ সময়: ১৪:৪০:২৭   ৩৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ