মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে প্রায় ১০০০ কোটি ডলারের ঋণ চুক্তি
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে প্রায় ১০০০ কোটি ডলারের ঋণ চুক্তি
বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে প্রায় এক হাজার কোটি ডলারের লাইন অব ক্রেডিট সমঝোতা স্মারকের বিষয় চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে একটি সাড়ে চার শ কোটি ডলার এবং অন্যাটি ৫০০ কোটি ডলারের বলে জানা গেছে।
সাড়ে চার শ কোটি ডলারের লাইন অব ক্রেডিটে ১৮টি প্রকল্প বাস্তবায়ন হবে। আর ৫০০ কোটি ডলারের অন্য লাইন অব ক্রেডিটের মাধ্যমে ভারত থেকে সামরিক অস্ত্র কেনা হবে। এই অর্থের সবই হবে ভারতের কাছ থেকে অস্ত্র কেনার জন্য ঋণ সহায়তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে ৩০টিরও বেশি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন সিনিয়র কর্মকর্তা।
ভারত থেকে নেয়া এই ঋণের সুদের হার হবে ১ শতাংশ এবং ২০ বছরের মধ্যে পরিশোধযোগ্য। তবে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড দেয়া হবে। ভারতের এক্সিম ব্যাংকের দেয়া এই ঋণে যেসব প্রকল্প চালু হবে সেসব প্রকল্পে ভারত থেকে ৭৫ শতাংশ পণ্য আমদানি করার শর্ত দেয়া হয়েছে।
ভারতের ঋণের টাকায় চলবে এমন কয়েকটি প্রকল্প হলো রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ প্রকল্পে সহায়তা, পায়রা বন্দরে টার্মিনাল নির্মাণ, বুড়িগঙ্গা নদী সংরক্ষণ, রেল রাইনে সহায়তা, বিদ্যুৎ খাতে সহায়তা, চিটাগং ড্রাই ডকে সহায়তা, সড়ক খাতে সহায়তা ইত্যাদি।
বাংলাদেশ সময়: ৮:৫৪:২৪ ২৬৬ বার পঠিত