সোমবার, ৩ এপ্রিল ২০১৭
প্রবাসীরা ৩ থেকে ৫ দিনে পাসপোর্ট পেয়ে যাবেন
Home Page » জাতীয় » প্রবাসীরা ৩ থেকে ৫ দিনে পাসপোর্ট পেয়ে যাবেন
বঙ্গ-নিউজ: বিদেশে থাকা প্রবাসীরা এখন থেকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন বলে জানিয়েছেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান।
নতুন ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে পাসপোর্ট পৌঁছাতে এখন আর দীর্ঘ সময়ের প্রয়োজন নেই বলে জানান তিনি।
এর আগে প্রবাসে থাকা বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাদেরকে স্থানীয় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হতো। দূতাবাস ওই ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বাংলাদেশের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরে পাঠাতো। এরপর বাংলাদেশ থেকে পাসপোর্ট তৈরি করে ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ওই পাসপোর্ট পাঠানো হতো।
এই দীর্ঘ প্রক্রিয়ায় পাসপোর্ট হাতে পেতে ভুক্তভোগীর দুই থেকে আড়াই মাস সময় লেগে যেত। কিন্তু বর্তমানে সরকার পাসপোর্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব ফেডারেল এক্সপ্রেসকে দেয়ায় এই সময় কমে এখন তিন থেকে পাঁচ দিনে এসে দাঁড়িয়েছে।
মাসুদ রেজওয়ান জানান, ফেডারেল এক্সপ্রেস এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আটটি দেশে সর্বোচ্চ এক ডলার খরচে পাসপোর্ট পৌঁছে দেয়ার কাজ করছে।
বাংলাদেশ সময়: ৯:০২:০১ ৩৬৭ বার পঠিত