সোমবার, ৩ এপ্রিল ২০১৭
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সম্মেলন শুরু
Home Page » অর্থ ও বানিজ্য » বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সম্মেলন শুরুবঙ্গ-নিউজঃ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে ঢাকায়।রোববার সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে শুরু হওয়া এ সম্মেলন চলবে ৬ এপ্রিল পর্যন্ত।এতে মিয়ানমারের পক্ষে সেদেশের পুলিশ বাহিনীর চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইন এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।অন্যদিকে বিজিবির পক্ষে রয়েছে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল।বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জরিপ অধিদপ্তর, কোস্টগার্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আছেন।এবারের সীমান্ত সম্মেলনের লক্ষ্য হলো দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা।সম্মেলনের শেষ দিন দু’দেশের মধ্যে একটি যৌথ দলিল স্বাক্ষরিত হবে।ওই দিন রাতে মিয়ানমারের প্রতিনিধি দলটি ঢাকা ছাড়বে।
বাংলাদেশ সময়: ১:৩৯:৪৬ ৫৩০ বার পঠিত