রবিবার, ২ এপ্রিল ২০১৭

আলৌকিক আশা- রোকসানা লেইস

Home Page » সাহিত্য » আলৌকিক আশা- রোকসানা লেইস
রবিবার, ২ এপ্রিল ২০১৭



Image may contain: 1 person
নক্ষত্রের রাত ছিল, ছিল আগুনের আলো। কাঠ পুড়ানো ঘ্রাণ
বহু দূর থেকে আসছিল ভেসে লৌকিকতার গান।
আনন্দময় প্রাণ ছিল সুর ও তানে।
গিটারের টুংটাং ও গুনগুন কণ্ঠে তোমার, স্বপ্ন ছিল স্বাধীনতার।
বাতাসে হাতছানি ছিল সুদূর পরাবাস্তব
উজ্জ্বল সহজীয়া আলৌকিক জীবন।
আলেয়ার মতন ডাকছিল।
অথচ চারপাশ অন্ধকার ভয়ংকর আতংক ছিল ঘিরে।
জলপাই ট্যাংক বুটের শব্দ রক্তাক্ত শব।
হিংস্র হাসি, ক্রোড়চোখ উন্মাদ উল্লাস।
অন্ধকারে বারুদের ভালোবাসা ঘাসের বনে
সময়গুলো দীর্ঘ ছিল ভয়ার্ত শংকা ছিল
মূর্হুমূর্হ বাজছিল ড্রাম বিট,
গ্রেনেড খই ফোটা গোলার শব্দ।
জীবন মরণ সেতুর মাঝে একবুলেট দূরত্ব।
মরীচিকার আশায় তবু মন হাসছিল,
আমাদের মনে যুগিয়েছিল আশা।
লাল সবুজ পতাকা অনেক ভালোবাসা।
অন্ধকার রাত, তারার আলো, ঘাসের বনে বিজয় আনন্দ।
সেই রাতে কি যেন, ছিল মন ছোঁয়া দূরন্ত উচ্ছ্বাস
নয়মাসে জন্ম হাওয়া শিশুর কান্না
আমাদের মুখে হাসি, চোখ জলে ভাসছিল।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৮   ৪২৪ বার পঠিত