রবিবার, ২ এপ্রিল ২০১৭

বব ডিলান নোবেল গ্রহণ করলেন - বঙ্গ-নিউজ পরিবারের প্রাণভরা অভিনন্দন

Home Page » এক্সক্লুসিভ » বব ডিলান নোবেল গ্রহণ করলেন - বঙ্গ-নিউজ পরিবারের প্রাণভরা অভিনন্দন
রবিবার, ২ এপ্রিল ২০১৭



 

লুৎফর রহমান জয়, সম্পাদক বঙ্গ-নিউজ ডটকমঃ  আমরা বঙ্গ-নিউজ পরিবারের পক্ষ থেকে বব ডিলানকে প্রাণভরা  অভিনন্দন জানাই তিনি  অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। বিখ্যাত এই সঙ্গীতজ্ঞ আজই সুইডেনে একাডেমি কর্তৃপক্ষের কাছ থেকে নোবেল গ্রহণ করেন।

bongo-news-bob-dylan-billboard-510.jpg

জানা গেছে, ডিলানের নোবেল গ্রহণের আয়োজনে কোনো গণমাধ্যমকর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি। এমন কি কখনো কোথায় তাকে নোবেল পুরস্কার তুলে দেয়া হবে, এ বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এক সপ্তাহ আগেই বলা হয়েছিলো যে, এই সপ্তাহে সুইডেনে দুটি কনসার্ট করতে যাবেন বব ডিলান। সেখানেই নোবেল গ্রহণ করবেন তিনি।

জানা গেছে, বব ডিলানের নোবেল গ্রহণ অনুষ্ঠান সফলভাবেই সম্পন্ন হয়েছে। তবে তিনি রীতি অনুসারে কোনো নোবেল বক্তৃতা দেননি। নোবেল কর্তৃপক্ষ আশা করছে, ভবিষ্যতে কখনো রেকর্ড করে নোবেল বক্তৃতা দিবেন ডিলান।bob dylan এর চিত্র ফলাফল

গত অক্টোবরে নোবেল বিজয়ের পর এ বিষয়ে কোনো কথাই বলেননি বব ডিলান। এ ছাড়া তাকে নোবেল দেয়া নিয়ে অনেক

বিতর্কও হয়েছে। উল্লেখ্য, বব ডিলান নোবেল পেয়েছেন সাহিত্যে। আর তার সাহিত্যকর্ম হিসেবে ধরা হয়েছে গানের কথাকে। গানের কথা লিখে বা গীতিকার হিসেবে প্রথম নোবেলটা পেলেন বব ডিলানই।bob dylan এর চিত্র ফলাফল

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৫১   ৫৩৪ বার পঠিত