রবিবার, ২ এপ্রিল ২০১৭
উপগ্রহ থেকে পৃথিবী পর্যন্ত ঝুলন্ত অট্টালিকা !!
Home Page » এক্সক্লুসিভ » উপগ্রহ থেকে পৃথিবী পর্যন্ত ঝুলন্ত অট্টালিকা !!বঙ্গ-নিউজঃ মঙ্গলগ্রহে বাড়ি ও ক্লাউড সিটি নির্মাণের প্রস্তাবনা করে বেশ হইচই ফেলে দিয়েছিল ক্লাউডস আর্কিটেকচার। এই কোম্পানিটিই এবার ঘোষণা দিল, উপগ্রহ থেকে পৃথিবী পর্যন্ত ঝুলন্ত অট্টালিকা নির্মাণের পরকল্পনা করছে তারা! শুধু কি তাই? পৃথিবীর চারপাশে নাকি ঘুরে বেড়াবে এই বাড়ি।
অট্টালিকাটির নাম ধরা হয়েছে ‘এনালেমা টাওয়ার’। ক্লাউডস আর্কিটেকচারের পরিকল্পনা এই অট্টালিকা পৃথিবীর ভূ-পৃষ্ঠ থেকে ৩১ হাজার ৬৮ মাইল উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে। বিশেষ এক ধরনের তারের সহায়তায় ঝুলিয়ে রাখা হবে অট্টালিকাটি। উপগ্রহের সাথে পৃথিবীর চারপাশে নির্দিষ্ট গতিতে ঘুরে বেড়াবে।
নকশায় বলা হয়েছে, অট্টালিকাটির পৃৃথিবীর সব থেকে কাছের অংশে থাকবে বিনোদন, কেনাকাটা, খাওয়া-দাওয়ার ব্যবস্থা। আবার মধ্য অংশে আবাসিক এলাকা ও অফিস থাকবে। বাগানের ব্যবস্থাও থাকবে। এমনকি মেঘ থেকে সুপের পানি সংগ্রহও করা যাবে।
মোট দৈর্ঘ্য কত হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে দৈর্ঘ্যর বিষয়টা যে আশ্চর্যের মতোই সেটা নকশাতেই পরিস্কার। বলা হয়েছে, উপরের অংশের সাথে পৃথিবীর ভূ-পৃষ্ঠ থেকে কাছের অংশের সাথে সময়ের ব্যবধান হবে ৪৫ মিনিট! তবে অট্টালিকায় অবস্থানের সময় বিভিন্ন বাধ্য বাধকতা মানতে হবে।
অট্টালিকার সবচেয়ে উপরের অংশের বাইরে থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা। ফলে বাইরে যাওয়ার সুযোগ পাবেন না বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ০:৩৭:১৫ ৪৬৭ বার পঠিত