উপগ্রহ থেকে পৃথিবী পর্যন্ত ঝুলন্ত অট্টালিকা !!

Home Page » এক্সক্লুসিভ » উপগ্রহ থেকে পৃথিবী পর্যন্ত ঝুলন্ত অট্টালিকা !!
রবিবার, ২ এপ্রিল ২০১৭



বঙ্গ-নিউজঃ মঙ্গলগ্রহে বাড়ি ও ক্লাউড সিটি নির্মাণের প্রস্তাবনা করে বেশ হইচই ফেলে দিয়েছিল ক্লাউডস আর্কিটেকচার। এই কোম্পানিটিই এবার ঘোষণা দিল, উপগ্রহ থেকে পৃথিবী পর্যন্ত ঝুলন্ত অট্টালিকা নির্মাণের পরকল্পনা করছে তারা! শুধু কি তাই? পৃথিবীর চারপাশে নাকি ঘুরে বেড়াবে এই বাড়ি।

hanging building analemma 01

অট্টালিকাটির নাম ধরা হয়েছে ‘এনালেমা টাওয়ার’। ক্লাউডস আর্কিটেকচারের পরিকল্পনা এই অট্টালিকা পৃথিবীর ভূ-পৃষ্ঠ থেকে ৩১ হাজার ৬৮ মাইল উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে। বিশেষ এক ধরনের তারের সহায়তায় ঝুলিয়ে রাখা হবে অট্টালিকাটি। উপগ্রহের সাথে পৃথিবীর চারপাশে নির্দিষ্ট গতিতে ঘুরে বেড়াবে।

নকশায় বলা হয়েছে, অট্টালিকাটির পৃৃথিবীর সব থেকে কাছের অংশে থাকবে বিনোদন, কেনাকাটা, খাওয়া-দাওয়ার ব্যবস্থা। আবার মধ্য অংশে আবাসিক এলাকা ও অফিস থাকবে। বাগানের ব্যবস্থাও থাকবে। এমনকি মেঘ থেকে সুপের পানি সংগ্রহও করা যাবে।

hanging building analemma 02

মোট দৈর্ঘ্য কত হবে তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে দৈর্ঘ্যর বিষয়টা যে আশ্চর্যের মতোই সেটা নকশাতেই পরিস্কার। বলা হয়েছে, উপরের অংশের সাথে পৃথিবীর ভূ-পৃষ্ঠ থেকে কাছের অংশের সাথে সময়ের ব্যবধান হবে ৪৫ মিনিট! তবে অট্টালিকায় অবস্থানের সময় বিভিন্ন বাধ্য বাধকতা মানতে হবে।

hanging building analemma

অট্টালিকার সবচেয়ে উপরের অংশের বাইরে থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা। ফলে বাইরে যাওয়ার সুযোগ পাবেন না বাসিন্দারা।

বাংলাদেশ সময়: ০:৩৭:১৫   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ