শনিবার, ১ এপ্রিল ২০১৭

খুব প্রয়োজন না হলে প্রাইভেটকার ব্যবহার না করার আহ্বান স্বরাষ্টমন্ত্রীর

Home Page » প্রথমপাতা » খুব প্রয়োজন না হলে প্রাইভেটকার ব্যবহার না করার আহ্বান স্বরাষ্টমন্ত্রীর
শনিবার, ১ এপ্রিল ২০১৭



 home minister kamal speaking to media

বঙ্গ-নিউজঃ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ)-এর একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। এতে বিদেশি এক হাজার ৪০০ অতিথি অংশগ্রহণ করবেন। এ উপলক্ষ্যে ঢাকায় যানজট থাকবে একটু বেশি। এ ছাড়া অতিথিদের নিরাপত্তা দেয়ারও ব্যাপার আছে। তাই আগামী পাঁচদিন খুব প্রয়োজন না হলে প্রাইভেট কার ব্যবহার না করার আহ্বান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আইপিইউ-তে কিভাবে নিরাপত্তা দেয়া হবে, এ নিয়ে  একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সম্মেলনে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। থাকবেন জাতীয় সংসদের স্পিকারও। এ ছাড়া আইপিইউ-এর প্রধানসহ এক হাজার ৪০০ বিদেশি অতিথিও আসবেন। ইতোমধ্যে এগারশ অতিথি বাংলাদেশে চলে এসেছেন। তাদের চলাচল সহজ করার জন্যই আগামী পাঁচদিন খুব প্রয়োজন ছাড়া প্রাইভেট কার বের না করার আহ্বান করছি।’

সম্মেলনের মূল ভেন্যু জাতীয় সংসদ ভবন এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র। দুটি ভেন্যুকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। পুরো ঢাকাতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জানিয়েছেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪২   ৩৬১ বার পঠিত