শনিবার, ১ এপ্রিল ২০১৭

সমাপ্ত হল ‘অপরারেশন ম্যাক্সিমাস’ , তিন লাশ

Home Page » আজকের সকল পত্রিকা » সমাপ্ত হল ‘অপরারেশন ম্যাক্সিমাস’ , তিন লাশ
শনিবার, ১ এপ্রিল ২০১৭



sylhet-borohat-militant-operation.jpgবঙ্গ-নিউজঃ সকাল থেকে পুনরায় শুরু হওয়ার অভিযানে মৌলভীবাজারের বড়হাট এলাকার ‘জঙ্গি আস্তানা’য় তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। একই সাথে ‘অপরারেশন ম্যাক্সিমাস’ নামের অভিযানটিকে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নিহত তিন জনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী।অভিযানে তিন জঙ্গির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানিয়েছেন, নিহত তিন জঙ্গির মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। নিহত একজন সিলেট হামলার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছেন মনিরুল ইসলাম।

গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোকস্বল্পতার কারণে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা ওই বাড়িতে অভিযান স্থগিত করে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সকাল সাড়ে নয়টার দিকে পুনরায় অভিযান শুরু করে সোয়াট সদস্যরা।

এদিকে, আজ পুনরায় অভিযান শুরু হওয়ার আগে সবাইকে সতর্ক অবস্থানে থাকতে বলেছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। তিনি বলেছিলেন, ‘সাংবাদিকসহ সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। যে কোন সময় যে কোন ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।’

পাঁচ দিন যাবত মৌলভীবাজারের বড়হাট এলাকার ওই দোতলা বাড়িটি ঘিরে রেখেছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল সকাল থেকে সোয়াটের সদস্যরা বাড়িটি ঘিরে ‘অপরারেশন ম্যাক্সিমাস’ শুরু করেন। এ সময় গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেখানে। সন্ধ্যায় অভিযান স্থগিত রাখার পর আজ আবার অভিযান শুরু করেছিল সোয়াট।

বাংলাদেশ সময়: ১৫:১১:২৩   ৩৫৯ বার পঠিত