শনিবার, ১ এপ্রিল ২০১৭
পাকিস্তানকে ‘না’ বলে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড
Home Page » ক্রিকেট » পাকিস্তানকে ‘না’ বলে দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডআরো একবার বাংলাদেশ ক্রিকেট দলকে নিজ দেশে নেয়ার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টাই করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু তাতে যথারীতি সাড়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির পর দুটি টি-টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিলো। কিন্তু নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাতে সাড়া দেয়ার মতো কিছু পাওয়া যায়নি। ফলে পাকিস্তানকে সিরিজের ব্যাপারে না করে দেয়া হয়েছে।
জালাল ইউনুস জানিয়েছেন, কদিন আগে লাহোরে অনুষ্ঠিত পিএসএল ফাইনালের সময় বাংলাদেশের নিরাপত্তা প্রতিনিধি পাঠানো হয়েছিলো। তারা যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে পাকিস্তানকে এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো নিরাপদ মনে হয়নি।
এ দিকে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, আইসিসির আসন্ন মিটিংয়ের পর বাাংলাদেশ বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সেই আলোচনায় সিরিজ নিয়ে আবার কথা বলার আশা প্রকাশ করেছেন তিনি।
যদিও জালাল ইউনুস স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, পাকিস্তান যাই বলুক না কেনো বাংলাদেশ বোর্ড সেখানে জাতীয় দল পাঠাবে না, যতক্ষণ না পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার তো নিরাপদ ঘোষণা করে।
এ দিকে, পাকিস্তান বোর্ড থেকে নাকি বাংলাদেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। তাদের কথা হলো, পাকিস্তান একাধিকবার বাংলাদেশ সফর করলেও বাংলাদেশ পাকিস্তান সফর করেনি। এতে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এ দাবি মানতে নারাজ। কারণ বাংলাদেশ যে পাকিস্তান সফরে যায়নি, এটা পাকিস্তানের কারণেই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য পাকিস্তানকে বলেছে, তারা চাইলে বাংলাদেশ বিকল্প ভেন্যুতে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি আছে। এ বিষয়ে এখনো পাকিস্তান কিছু বলেনি।
বাংলাদেশ সময়: ১৪:৪৬:০৯ ৪১৯ বার পঠিত