শনিবার, ১ এপ্রিল ২০১৭

ফয়সাল হাবিব সানি’র কবিতা `দেশটা অামার’

Home Page » সাহিত্য » ফয়সাল হাবিব সানি’র কবিতা `দেশটা অামার’
শনিবার, ১ এপ্রিল ২০১৭



No automatic alt text available.অাঁখির জলে, রূপমহলে
ভাসতে থাকে বুক,
মাগো, কোলে নিলে তুলে
ঘুচে মনের দুুখ।

তোমার জন্যে, জীবনারণ্যে
লিখতে থাকি কাব্য,
শুধুই-ই ভুলে, ঝরা ফুলে
লাগলো অাঘাত নব্য।

বড্ড তোমার, এই সংসার
নকলকে বুকে বাঁধে!
অাসল রতন, করে গোপন
সময় গেলে কাঁদে।

ভেবেছিনু যাঁহা, নয়তো তাঁহা
এই জীবনের মানে-
দুঃখ অামার, কাটছে নাঁতার
বুকটাই শুধু জানে।

শ্যামল ঘাসে, ঊর্ধ্বশ্বাসে
ছাড়তে থাকি ক্লান্তি
মাগো, তোমার বুকে পবিত্র সুখে
ভরা পরশ- শান্তি।

যারা দেশটা গিলে, অস্ত্রবলে
করব না তাদের মাফ
পাবে না পার, বলছি অাবার
কারও বাপেরও বাপ।

বাংলাদেশ সময়: ১৩:১৫:০৯   ৩৯৭ বার পঠিত