শনিবার, ১ এপ্রিল ২০১৭
সামরিক কবরস্থানে সমাহিত কর্নেল আজাদ
Home Page » এক্সক্লুসিভ » সামরিক কবরস্থানে সমাহিত কর্নেল আজাদবঙ্গ-নিউজঃ সিলেটের আতিয়া মহলের উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আজাদ মারা গেছেন। ইতোমধ্যেই তাকে সামরিক কবরস্থানে দাফন করা হয়
১ মার্চ আজ শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে কর্নেল আজাদকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে আজ বিকাল ৩টায় মরহুমের দ্বিতীয় জানাজা র্যাবের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। তার আগে বাদ জুমা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
কর্নেল আজাদের জানাযায় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, লে কর্নেল আজাদের পরিবারের সদস্যসহ র্যাব-পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লেফটেন্যান্ট কর্নেল আজাদের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, বোমার স্প্লিন্টার লে. কর্নেল আজাদের বাম চোখ দিয়ে ঢুকে মস্তিষ্কে আঘাত করে। মস্তিস্কে রক্তক্ষরণের কারণেই তিনি মারা যান।
প্রসঙ্গত, ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে র্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
২৬ শে মার্চ রোববার রাত ৮টার দিকে কর্নেল আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে তাকে বুধবার রাতে দেশে ফেরত আনা হয়। এরপর বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ সময়: ১২:০৫:৩৪ ৩৫১ বার পঠিত