শুক্রবার, ৩১ মার্চ ২০১৭

‘কুসিক নির্বাচন প্রমাণ করেছে প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব’ - শাজাহান খান

Home Page » জাতীয় » ‘কুসিক নির্বাচন প্রমাণ করেছে প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব’ - শাজাহান খান
শুক্রবার, ৩১ মার্চ ২০১৭



'কুসিক নির্বাচন প্রমাণ করেছে প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব'

বঙ্গ-নিউজঃ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কুমিল্লা সিটি করর্পোরেশন নির্বাচন প্রমাণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুরের ধুরাইল ইউনিয়নে একটি মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন মন্ত্রী বলেন, একমাত্র শেখ হাসিনাই পারে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে। ২০২১ সালে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনও হবে একটি নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু নির্বাচনকালীন সময়ে সরকারি কিছু কার্যক্রম পরিচালনা করবে।  নির্বাচনে হস্তক্ষেপ করার কোন সুযোগ তাদের থাকবে না।

তিনি বলেন, শেখ হাসিনার সময়ে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে। এটা আমরা নিশ্চিত করবো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে ।

এ সময় জঙ্গিবাদ নিয়ে মন্ত্রী বলেন, জঙ্গিদের সঙ্গী হচ্ছে বিএনপি ও জামায়াত। যখন শেখ হাসিনা জঙ্গি ও তাদের সঙ্গীদের মোকাবেলা করছে তখন তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা বলতে চাচ্ছে এরা জঙ্গি নয়। জঙ্গিরা যখন আত্মঘাতী হয়ে মারা যাচ্ছে আবার যখন ক্রসফায়ারে মারা যাচ্ছে তখন তারা প্রশ্ন করছে কেন তারা নিহত হলো বা হত্যা করা হলো।

শাজাহান খান বলেন, এই সমস্ত প্রশ্ন তুলে তারা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্ঠা করছে। জঙ্গিদের আমরা মোকাবেলা করেছি এবং করব। জঙ্গিদের নির্মূল করেই আমরা শান্তি প্রতিষ্ঠা করব।

তিনি আরো বলেন, মাগুরা-মিরপুরে নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি যে দৃষ্টান্ত স্থাপন করেছিল তা থেকে মানুষকে আমরা মুক্ত করেছি। আগামীতে আশা করি সুষ্ঠু নির্বাচন হবে এবং সে নির্বাচনে জনগণ নৌকার পক্ষে ভোট দিবে।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, ধুরাইল ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মৃধা।

বাংলাদেশ সময়: ২২:৫৩:৪১   ৩৭৫ বার পঠিত