শুক্রবার, ৩১ মার্চ ২০১৭

পশ্চিমতীরে বিশ বছর পর পুনরায় বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল

Home Page » প্রথমপাতা » পশ্চিমতীরে বিশ বছর পর পুনরায় বসতি নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল
শুক্রবার, ৩১ মার্চ ২০১৭



বঙ্গ-নিউজঃ ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে দীর্ঘ বিশ বছর বিরতির পর ফের নতুন বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। ৩০ মার্চ বৃহস্পতিবার দেশটির নিরাপত্তা পরিষদের ডাকা এক বৈঠকে নতুন করে এই বসতি স্থাপনের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে বলে জানা গেছে।

israyel new building

এর আগে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে একশরও বেশি বসতি স্থাপন করেছিল ইসরায়েল। বর্তমানে এ অঞ্চলে গড়ে তোলা ১৪০টিরও বেশি বসতিতে ৬ লাখেরও বেশি ইসরায়েলি বসবাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ হলেও তা মানতে নারাজ ইসরায়েল। আন্তর্জাতিক আইন ভঙ্গ করেই এবার নতুন করে ইমেক শিলো এলাকায় জোরপূর্বক বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এদিকে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) ইসরায়েলের বিরুদ্ধে চারটি নিন্দা প্রস্তাব পাস করেছে। এ বিষয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র দফতরের জাতিসংঘ বিভাগের পরিচালক ওমর আওয়াদ তুর্কি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের অভিযোগ ছাড়াই কাউন্সিল স্বতঃস্ফূর্তভাবে আমাদের পক্ষে চারটি প্রস্তাব পাস করেছে। একই সাথে সিরিয়ার গোলান মালভূমিকে অবৈধভাবে দখল করে রাখার জন্য আরো একটি নিন্দা প্রস্তাব আনা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে।’

কাউন্সিল স্বতঃস্ফূর্তভাবে ফিলিস্তিনের পক্ষে যে চারটি প্রস্তাব পাস করেছে তা হলো- (০১) ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণ, (০২) ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, (০৩) দখল করা ভূখণ্ডে ফিলিস্তিনিদের মানবাধিকার এবং (০৪) আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ চারটি বিষয়কে চিহ্নিত করে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) ।

বাংলাদেশ সময়: ২২:০৭:১২   ৪৮৮ বার পঠিত