শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
অস্ট্রেলিয়ায় বন্যা: দুই হাজার স্কুল বন্ধ ঘোষণা
Home Page » প্রথমপাতা » অস্ট্রেলিয়ায় বন্যা: দুই হাজার স্কুল বন্ধ ঘোষণাবঙ্গ-নিউজঃ ঘূর্ণিঝড় ডেবির প্রভাবে বন্যা হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে দুই হাজারের বেশি স্কুল।
এমন কিছু যে হতে পারে, এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলো কুইন্সল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর। ফলে ৪০ হাজার মানুষকে সরিয়ে ফেলা হয়েছিলো আগে। তাদেরকে সরিয়ে নেয়া হয়েছিলো উঁচু স্থানে। যাতে বন্যার ক্ষয়ক্ষতি থেকে তারা বাঁচতে পারেন।
এ দিকে ঝড়ের কারণে কুইন্সল্যান্ডের বহু এলাকা বিদ্যৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ। বিদ্যুৎ ছাড়া দিন যাপন করছেন।
জানা গেছে, মাত্র দুই ঘণ্টায় কুইন্সল্যান্ডে ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এ কারণে বন্যার পানিও উঠে গেছে অনেক উঁচুতে। ফলে আগামী সোমবার পর্যন্ত কুইন্সল্যান্ডের ছয়শ কিলোমিটারজুড়ে দুই হাজার স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে কুইন্সল্যান্ড রাজ্য সরকার।
বাংলাদেশ সময়: ৭:০৭:৫৫ ৩৫৪ বার পঠিত